ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
আটককৃতরা হলেন- কাহালু উপজেলার বীরকাদা পূর্বপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে সিদ্দিক (২০) ও একই উপজেলার বাথই কাজীপাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী হেলেনা (৫০)।


 
রোববার (১৮ অক্টোবর)  বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এ দু’জনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। জব্দকৃত ফেন্সিডিলসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।