ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চৌদ্দগ্রামে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় হাজি মো. জুলফু মিয়াজি (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার ৩ যাত্রী আহত হয়।



রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের দেড়কোটা ত্রিমোহনী এলাকার সিংরাইশ রাস্তার মাথা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত জুলফু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জুলফু মিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় শাহ ফখরুদ্দিন সড়ক থেকে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাটি জুলফু মিয়ার শরীরের উপর এসে পড়লে তিনি গুরুতর আহত হন।

দ্রুত ‍তাকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে সুয়াগাজী নামক স্থানে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।