ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জের ৩ ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ঈশ্বরগঞ্জের ৩ ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজীবপুর, উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনটি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে মুক্ত এলাকা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করে।



স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার এ ঘোষণা দেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বাল্য বিয়ে বন্ধে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেই সঙ্গে এলাকায় মাইকিং করে বাল্যবিয়ে থেকে বিরত থাকার জন্য প্রচারণা চালায় মহিলা বিষয়ক অধিদপ্তর।

সম্প্রতি বাল্য বিয়ের দায়ে বর-কনে, মা-বাবা, স্বজন, কাজি, ভুয়া কাজি ও মুন্সিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় সারা উপজেলাতেই বাল্য বিয়ের সংখ্যা কমতে শুরু করেছে।

রোববার দুপুর থেকে বিকেলে উপজেলার রাজীবপুর, উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন ইউএনও রাজীব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।