নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর রেবা আক্তার ফাজিল মাদ্রাসা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
সোমবার একই সময়ে মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপির দুই পক্ষের সম্মেলন আহ্বানের কারণে রোববার রাত পৌনে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর