বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে একশ পিস ইয়াবাসহ হিমেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় বেনাপোল রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল রেলস্টেশন বস্তি এলাকায় ইয়াবা বিক্রিকালে হিমেলকে আটক করা হয়। এ সময় তার পকেট থেকে একশ পিস ইয়াবা পাওয়া যায়।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোহায়মেন হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সন্ধ্যায় হিমেলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর