নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ৩/৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় চালক ও যাত্রীসহ আহত হয়েছেন ৪ জন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মানসিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সড়কে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মানসিরি গ্রামের মুসা মিয়ার ছেলের মৃত্যু হয়। এতে আহত হন চালক হাবিবুর রহমান (৫০), যাত্রী কেওরাদিঘী গ্রামের ইসুব মিয়া (৫০), পালগাও গ্রামের বিনদা আক্তার (৩৬) ও সৈয়দপুর গ্রামের রিক্তা আক্তার (৬)। তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর