ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৯ হাজার আনসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রাজশাহীর পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৯ হাজার আনসার

রাজশাহী: রাজশাহী বিভাগের তিন হাজার ২শ ৫৩টি পূজা মণ্ডপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৯ হাজার আনসার সদস্য।

সোমবার (১৯ অক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।



আনসার ভিডিপির রাজশাহী রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অধিক ঝুঁকিপূর্ণ প্রত্যেক পূজামণ্ডপে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডাররের (এপিসি) নেতৃত্বে চারজন পুরুষ ও দুইজন নারী আনসার নিয়োজিত থাকবেন। আর ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে একজন এপিসির নেতৃত্বে তিনজন পুরুষ ও দুইজন নারী আনসার দায়িত্ব পালন করবেন। সাধারণ পূজা মণ্ডপে একজন এপিসির নেতৃত্বে থাকবেন একজন পুরুষ ও দুইজন নারী আনসার।

রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহার নেতৃত্বে রাজশাহী বিভাগের আট জেলার তিন হাজার ২শ ৫৩টি পূজা মণ্ডপে পুরুষ ও নারী আনসার নিয়োগ দেওয়া হয়েছে ১৮ হাজার ৮শ ৮০ জন।

এর মধ্যে, রাজশাহী মহানগরীর ৭১টিসহ রাজশাহীর ৪শ ১৩টি পূজা মণ্ডপে দুই হাজার ৩শ ১০ (মহানগরীর ৪শ ২০ জন), চাঁপাইনবাবগঞ্জে ১শ ২১টি পূজা মণ্ডপে ৭০৪, নওগাঁয় ৭০৭টি মণ্ডপে চার হাজার ১শ ১৪, নাটোরে ৩শ ৪৬টি মণ্ডপে দুই হাজার ২২ জন, পাবনায় ৩শ ৩৪টি মণ্ডপে দুই হাজার ৯৮ জন, সিরাজগঞ্জে ৪শ ৫৪টি মণ্ডপে দুই হাজার ৬শ জন, বগুড়ায় ৬০৫টি মণ্ডপে তিন হাজার ৪০৬ জন ও জয়পুরহাটে ২শ ৭৩টি মণ্ডপে এক হাজার ৬শ ২০ জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এবারে বিভাগের আট জেলায় অধিক ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা ৯শ ৪৫টি।

এর মধ্যে মহানগরীর ১৩টিসহ রাজশাহীর ৭১, চাঁপাইনবাবগঞ্জে ৩৭, নওগাঁয় ২শ ১১, নাটোরে ১০৭টি, পাবনায় ১শ ৩৯, সিরাজগঞ্জে ১শ ৪০, বগুড়ায় ১শ ৪৩ ও জয়পুরহাটে ৮৪ পূজা মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।