ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জনকণ্ঠের গাজীপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জনকণ্ঠের গাজীপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল

গাজীপুর: জনকণ্ঠের গাজীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পিতা ও এনটিভির স্টাফ রিপোটার নাসির আহমেদের শ্বশুর অবসর প্রাপ্ত প্রকৌশলী এ কে এম মফিজুর রহমান (৭৬) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে... রাজেউন।

রোববার (১৮ অক্টোবর) বেলা ৫টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।



তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য অত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

চাঁদপুর সদর উপজেলার আলগী পাঁচগাও গ্রামের মরহুম মৌলভী মো. হাবিবুর রহমানের ছোট ছেলে।

তার মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ক্লাবের সকল সদস্য, গাজীপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় গাজীপুর মহানগরের নলজানি এলাকায় তার নিজ বাড়ির পাশে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।