গাইবান্ধা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
পরে বিকেলে শিশু একাডেমির ভারপ্রাপ্ত জেলা সংগঠক রেবেকা পারভীনের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-স্থানীয় বিশিষ্টজন আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, লিপন খন্দকার ও চিত্রশিল্পী রেজাউল আমিন আনিস।
দুটি বিষয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই