বগুড়া: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় স্থাপিত ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’ ও আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করলেন বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
রোববার (১৮অক্টোবর) সকাল ১০টায় পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ।
অ্যাসোসিয়েশনের সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষজন এই কর্মসূচিতে অংশ নেন।
শুরুতে বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জে এম রউফ।
এ সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া লেখকচক্র’র সভাপতি কবি ইসলাম রফিক, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, টিআই বানিউল আলম, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, প্রদর্শনী সম্পাদক শাহিনুর রহমান বিমু, সদস্য আব্দুস সালাম, বজলুর রশিদ সুইট, এস এম সিরাজ, সংগীত রায় বাপ্পী সোয়েল রানা, সাংবাদিক আব্দুর রহমান টুলু, আবু সাঈদ হেলাল, শাখাওয়াত হোসেন জনি, সানাউল হক শুভ, ফটো সাংবাদিক কাওসার উল্লাহ আরিফ ও আল আমিন ,ফিরোজ পশারী রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/বিএস