বরিশাল: জেলার উজিরপুর উপজেলার হারতা বাজারে ১২ বছরের এক শিশু নির্যাতনের ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো দুইয়ে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হারতায় সায়েম নামে একজনকে আটক করা হয়। তিনি উপজেলার শাতলা এলাকার নজরুল ইসলামের ছেলে।
এর আগে একই ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের আজিজ আকনের ছেলে ইউনুসকে আটক করা হয়।
নির্যাতনের শিকার ১২ বছরের শিশু রবিউল মোল্লা হারতা বাজার এলাকার নজরুল মোল্লার ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই শিশু নির্যাতনের সঙ্গে অন্য আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই