সাভার (ঢাকা): সাভারে তিন মাদকব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ৪৩ বোতল বিয়ারসহ সাভার মডেল থানা পুলিশ তাদের আটক করে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাভার পৌর এলাকার লালু মিয়া (৩২), ফারুক (৩০) ও উজ্জল আহাম্মেদ (১৮)।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মোল্লা বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার কর্র্ণপাড়া এলাকা থেকে ৪৩ বোতল বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট মো. জুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এটি