নীলফামারী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে নীলফামারীতে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সমাবেশে আগত সব শিশু-কিশোরদের কেক কেটে খাওয়ানো হয়।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই