ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে শেখ রাসেলের জন্মদিনে শিশু সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
নীলফামারীতে শেখ রাসেলের জন্মদিনে শিশু সমাবেশ

নীলফামারী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে নীলফামারীতে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

সমাবেশে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীসহ অন্যরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সমাবেশে আগত সব শিশু-কিশোরদের কেক কেটে খাওয়ানো হয়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।