ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রানীনগরে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রানীনগরে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার

নওগাঁ: জেলার রানীনগরে বাংলা ভাইয়ের সহযোগী জেএমবি সদস্য মোজাফ্ফর হোসেনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রানীনগর উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে রানীনগর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃত মোজাফ্ফর হোসেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের জান মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকতেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর থানা পুলিশ উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মোজাফ্ফর হোসেনকে গ্রেফতার করে।

তিনি জানান, মোজাফ্ফর জেএমবির আঞ্চলিক প্রধান বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে আলোচিত খেজুর হত্যা মামলাসহ বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘদিন সে আত্নগোপনে ছিলো। নাশকতার আশংকায় তাকে আবারও গ্রেফতার করা হলো।

রাতে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৯ অক্টোবর) মোজাফ্ফরকে আদালতে তোলা হবে বলে জানান ওসি আব্দুল লতিফ খান।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫/আপডেট: ২২৪৭ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।