ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে হামলায় আহত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
দিনাজপুরে হামলায় আহত নারীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর শহরের বালুবাড়ী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত শাহিদা বেগম (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।



নিহত শাহিদা শহরের উত্তর বালুবাড়ী ঢিপিপট্রি এলাকার বাসিন্দা ও জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়নের স্ত্রী।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের হামলায় শাহিদা বেগম আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। পরে তার শরীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।