ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানসিক বিকাশে শিশুদের খেলনা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মানসিক বিকাশে শিশুদের খেলনা বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানসিক বিকাশ ও শারীরিক উন্নয়নের লক্ষ্যে আইসিডিডিআরবি’তে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে বিভিন্ন খেলনা সামগ্রী বিতরণ করেছে এক্স ক্যাডেট ফোরাম।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডায়রিয়া, কলেরা এবং অপুষ্টি জনিত রোগে চিকিৎসা নিতে আসা শিশুদের হাতে এ এসব খেলনা সামগ্রী তুলে দেওয় হয়।



সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি’র ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানু শিশুদের শিশুদের হাতে খেলনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ‘এক্স ক্যাডেট ফোরাম। ’

অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এবং শিল্পী তাহসান উপস্থিত থেকে ছিলেন।

সংগঠনের সদস্য ফিদা হক বলেন, ‘টয়েস আর ইওর্স’ এই ক্যাম্পেইনের মাধ্যমে গত ৬ মাসে মোট এক ট্রাক (৫ টন) খেলনা সামগ্রী গ্রহ করা হয়। যা অসুস্থ শিশুদের মধ্যে বিতরণ করে তারা।

শিশুদের জন্য সংগৃহীত এসব খেলনার মধ্যে দেশি-বিদেশি গাড়ি বা পুতুল উল্লেখযোগ্য।
ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, এতে উদ্বুদ্ধ হয় অনেকে সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে তাহসান বলেন, একটি নিষ্পাপ শিশুর ম‍ুখের হাসির কোনো তুলানা হয় না। আগেও অনেক অনুষ্ঠানে এসেছি তবে এই অনুষ্ঠানে এসে সত্যি খুশি হয়েছি।
অনুষ্ঠান শেষে তাসকিন ক্রিকেট ব্যাটে অটোগ্রাফ দেন। ব্যাটগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকাও হাসপাতালের ফান্ডে জমা করা হবে।

এসময় অনুষ্ঠানে আইসিডিডিআরবি’র পরিচালক ড. তাওমিদ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।