ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৮ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বেনাপোলে ৮ নারী-পুরুষ আটক

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।


 
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টায়  ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এদের আটক করা হয়।
 
আটক নারী-পুরুষরা হলেন- টাঙ্গাইলের নিরোদ কুমারের ছেলে শ্রী স্বপন কুমার (৫০), লক্ষীপুরের মতিলালের ছেলে রিপন চন্দ্র (৩২), যশোরের আশরাফের ছেলে রিয়াজ শেখ (২৫), নড়াইলের আলতাফের ছেলে কিসনু শিকদার (৫৩), রেজাউলের ছেলে ইমরুল শেখ (৩৪), খুলনার আহসানের মেয়ে হালিমা (২০), তবির ছেলে রুবেল (২২) ও ফরিদপুরের শেখ আমিনের ছেলে রসমত আলী (৬৫)।

বিজিবি জানায়, সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি ধারায়) মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।