গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ২শ ৮৮ ক্যান বিয়ারসহ শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মধুমিতা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলম লক্ষ্মীপুরের রায়পুরা থানার পশ্চিম সারদি এলাকার মো. হাফিজ মিয়ার ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, শাহ আলম প্রাইভেটকারে করে বিয়ারগুলো নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ২শ ৮৮ ক্যান বিয়ার উদ্ধার, প্রাইভেটকারটি জব্দ ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় টঙ্গী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএস