ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট ২১৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জয়পুরহাট ২১৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল গ্রামে অভিযান চালিয়ে ২১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট-এর সদস্যরা। এ সময় আ. হাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

সোমবার (১৯ অক্টেবার) রাত সোয়া ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।

আটক হাফিজুর রহমান ওই গ্রামের আ. মজিদের ছেলে।

র‌্যাবের জয়পুরহাট কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের হাফিজুর রহমান ও পিন্টু সরদারের বসতবাড়ি তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামির বরাত দিয়ে তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজার প্রকৃত মালিক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফেরদৌস হোসেন (৪৫)।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।