ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজন হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
রাজন হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ বুধবার ছবি: ফাইল ফটো

সিলেট: সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধান আসামি কামরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন মঞ্জুর করেন।



বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কামরুলের আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার ফারুক রোববার (১৮ অক্টোবর) ফের ৩৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে একটি আবেদন করেন। ওইদিন আবেদন খারিজ করা হয়। মঙ্গলবারের পুনরায় ওই আবেদনের ওপর শুনানি হলে তা মঞ্জুর করেন আদালতের বিচারক।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বাংলানিউজকে বলেন, শুনানি শেষে আদালতের বিচারক ১৫ সাক্ষীর মধ্যে ১১ জনের পুনরায় সাক্ষ্য নেবেন।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে কামরুলসহ ১১ আসামিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ১২টা ৬ মিনিটে মামলার কার্যক্রম মুলতবি করা হয়।

শিশু রাজন হত্যা মামলায় গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ১০ কার্যদিবসে মোট ৩৬ জন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষী দেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার (২০ অক্টোবর) ৩৪২ ধারায় আসামিদের মতামত ও ২৫ অক্টোবর যুক্তি-তর্কের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পুনরায় সাক্ষ্যগ্রহণের কারণে এ মামলার বিচারকাজ প্রলম্বিত হবে, জানান আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এনইউ/জেডএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।