ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

১ নভেম্বর থেকে প্রতি জেলায় প্রাথমিক শিক্ষক সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
১ নভেম্বর থেকে প্রতি জেলায় প্রাথমিক শিক্ষক সমাবেশ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) বেতন নির্ধারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করেছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা।        

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



কর্মসূচির মধ্যে রয়েছে, ১ নভেম্বর প্রতি জেলায় ও আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ।

এতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা, রাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।

দাবিগুলো তুলে ধরে বলা হয়, একজন প্রাথমিক শিক্ষক যে পদে চাকরিতে যোগ দেন, ওই পদ থেকেই তাকে অবসরে যেতে হয়। মাত্র ১৫ শতাংশ সহকারী শিক্ষক চাকরিজীবনে একবার পদোন্নতি পান। এ কারণে মেধাবীরা এ পেশায় আসেন না। আর এলেও চলে যান।
ছয় দফা দাবি 

অষ্টম জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) বেতন নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়া, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক ডিগ্রি নির্ধারণ করা, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা, অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা এবং প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।