আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় আবিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে আবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর নাম রাশেদুল হক। নিলফামারীর জলডাঙ্গা থানার গরধর্মপাল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে আবিনা। আশুলিয়ায় একটি জুতা কারখানায় কাজ করতেন তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কুরগাঁওয়ের উত্তর পাড়া থেকে আবিনার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঠানো হয়েছে।
রাশেদুল রাজমিস্ত্রীর কাজ করতেন উল্লেখ করে আশরাফুল আলম আরও জানান, গত ১ অক্টোবর এই দম্পতি কুরগাঁও এলাকায় বাড়ি ভাড়া নেয়।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচ