কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে স্মৃতি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তৌহিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কুমড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়ার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সকালে পাকুন্দিয়ার কুমড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৌহিদকে গ্রেফতার করে কিশোরগঞ্জ মডেল থানায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, স্মৃতি কিশোরগঞ্জের নান্দলা আছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে স্মৃতিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বখাটে তৌহিদ। কিন্তু স্মৃতি এতে সাড়া দেয়নি। রোববার (১৮ অক্টোবর) সকালে স্কুলে যাওয়ার পথে ফের প্রেমের প্রস্তাব দেন তৌহিদ। এতে রাজি না হওয়ায় তৌহিদ ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় স্মৃতির চিকিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তৌহিদ পালিয়ে যান।
ওইদিনই স্মৃতির মামা কাইয়ুম বাদী হয়ে তৌহিদকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই