হিলি(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মোরশেদা বেগম (২২) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণ খট্টামাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডে ওই গৃহবধূর শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে এবং বাম চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাতেই মোরশেদা বেগমের স্বামী ইলিয়াস আলী বাদী হয়ে বাবুলসহ ৮ জনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা দায়ের করেছেন। (মামলা নম্বর-২২)।
মোরশেদা বেগম ওই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী। তাদের জান্নাতুন নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। গ্রেফতারকৃত বাবুল হোসেন একই এলাকার মৃত চাঁদ আলী মণ্ডলের ছেলে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন মোরশেদা বেগম বাংলানিউজকে বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ছিলনা এ সময় আমি মেয়েকে ঘরে ভাত খেতে দিয়ে জানালার পাশে টর্চলাইট আনতে যাই। এ সময় হঠাৎ বৃষ্টির মত কিছু একটা আমার মুখে এসে পড়ে এবং জ্বালা-পোড়া করতে থাকে।
সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে পাশের ঘরে ভাবীকে জানায়। তিনি দ্রুত আমাকে টিউবয়েল থেকে মুখে পানি দিতে থাকেন। এতেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে পরিবারের লোকজন আমাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাসায় বিদ্যুৎ না থাকায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিছুই দেখতে পাইনি। তবে এ সময় আমার ঘর থেকে কালো প্যান্ট পড়া এক লোককে বের হয়ে যেতে দেখেছেন আমার ভাবী।
মোরশেদা বেগমের বাবা মোফাজ্জল হোসেন জানান, বাবুল এবং তার লোকজন শত্রুতামূলক আমার মেয়ের ওপর এসিড নিক্ষেপ করেছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. রাশেদুল ইসলাম বলেন, সোমবার রাতে মোরশেদা বেগম নামে এসিড নিক্ষেপের শিকার এক রোগী হাসপাতালে আসেন। এ সময় তার মুখের বাম পাশে পাঁচ শতাংশ পোড়া ছিল। এছাড়া বাম চোখে বেশ ইনজুড়ি ও ডান হাতের দুই শতাংশ এবং পায়েও পোড়া ছিল।
সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি এবং প্রাথমিক চিকিৎসা দেই। তবে তার চোখের পোড়া অংশ নিয়ে আমরা চিন্তিত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু তার চোখের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. হারুন অর রশীদ জানান, এ ঘটনায় মোরশেদার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ