সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ধর্ষণের পর মনোয়ারা খাতুন (৩০) নামে এক বিধবা নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ অক্টোবর) গভীররাতে উপজেলার গাজীপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
মনোয়ারা ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে গাজীপুর গুচ্ছ গ্রামের বাড়ি থেকে মনোয়ারার মৃতদেহ উদ্ধার করা হয়। তার দেহে একাধিক ক্ষত ছিল।
এ ঘটনায় মনোয়ারার বাবা আব্দুল খালেক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
তার দাবি, স্বামী আবুল কালাম মারা যাওয়ার পর থেকে গুচ্ছ গ্রামের একটি ছাপড়া ঘরে মনোয়ারা একাই থাকতেন। এই সুযোগে কেউ তাকে ধর্ষণের পর হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই