ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
সাতক্ষীরায় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ১১ লাখ ৭৬ হাজার ৫শ’ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোজাম্মেল হক মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।



তিনি জানান, সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি উদ্ধার করে বিজিবির টহল দল। যার মূল্য আনুমানিক ১১ লাখ ৭৬ হাজার পাঁচশ’।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।