ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
নন্দীগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাতের আঁধারে ১৫কেবি ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।

সোমবার (১৯ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার বাদলাশন গ্রামের বাদলাশন মাঠে স্থাপিত গভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি কে কারা চুরি করে নিয়ে যায়।



মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ইয়াছিন আলী থানায় সাধারণ ডাইরি (জিডি) করতে এসেছিলেন। তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।