ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের হাত বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের হাত বিচ্ছিন্ন

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় বিশ্বজিৎ কুমার (২৮) নামে এক যুবকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত হয়েছেন বিশ্বজিৎ কুমারের মা শ্যামলী ও কনক (১৮) নামে এক তরুণ।

আহতদের প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলেজপাড়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের নিরঞ্জন কুমারের মেয়ে শ্যামলী, তার ছেলে বিশ্বজিৎ কুমার এবং কালিগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে কনক।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির চৌধুরী বাংলানিউজকে জানান, আহতরা একটি ইঞ্জিনচালিত আলমসাধুতে করে কোটচাঁদপুর শহর থেকে জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে কলেজপাড়া রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়েন। এতে বিশ্বজিৎ কুমারের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।