গাইবান্ধা: গাইবান্ধায় গান পাউডার, জিহাদী বই ও লিফলেটসহ আতিকুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা সার্ভার স্টেশনের পাশের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আতিকুর রহমান জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শাহবাগ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার বাংলানিউজকে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি বলেন, গোপন খবর পেয়ে জেলা সার্ভার স্টেশনের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রোস্তম আলীর বাসায় অভিযান চালানো হয়। এসময় ২০ কেজি পাউডার ও বেশকিছু জিহাদী বই-লিফলেটসহ ওই যুবককে আটক করা হয়।
উদ্ধার হওয়া পাউডারগুলো গান পাউডার বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানালেন ওসি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএইচ