রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানবপাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন- ওকাপ এর চেয়ারম্যান শাকিরুন ইসলাম, প্রজেক্ট ম্যানেজার নাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ।
সভায় বিদেশে যাওয়ার পর লাভ-ক্ষতির হিসাব, ডাটাবেজ এ নাম নিবন্ধন, নিজের পাসপোর্ট নিজে করা, যে কাজ করার জন্য যাবে সে কাজের উপর প্রশিক্ষণ নেওয়া, নির্ধারিত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করা, চাকরি চুক্তি ও ভিসা যাচাই করা, মিথ্যা প্রলোভনে দালাল বা প্রতারক চক্রের হাতে না পড়াসহ বিদেশে যাওয়ার করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ