ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারীর ক্ষমতায়ন

বাংলাদেশের অভিজ্ঞতা অন্য দেশে কাজে লাগানোর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বাংলাদেশের অভিজ্ঞতা অন্য দেশে কাজে লাগানোর আহ্বান

ঢাকা: বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের প্রশংসা করে এ অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দেশে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কমনয়েলথ সেক্রেটারিয়েটের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কমনয়েলথ সেক্রেটারিয়েটের একটি প্রতিনিধি দল সাক্ষা‍ৎকালে এ আহ্বান জানান।



কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কনসালটেন্ট ড. ড্যানিয়েলা ডি ভিটোর (Dr. Daniella De Vito) নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কমনওয়েলথ সেক্রেটারিয়েটের টিম লিডার এভলিন অগওয়াল (Evelyn Ogwal)।

স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রতিনিধি দল জানান, বাল্যবিবাহ রোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও লিঙ্গসমতায় বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক।

বাংলাদেশের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন দেশ নারীর ক্ষমতায়নসহ শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃমৃত্যুর হার হ্রাস, লিঙ্গসমতা প্রভৃতি বিষয়ে আরও এগিয়ে যেতে পারবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্পিকার ড. শিরীন এসময় বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রশংসার দাবিদার। বাংলাদেশ সরকার নারীদের উন্নয়ন, লিঙ্গসমতা, নারীদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণসহ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জাতীয় ও স্থানীয় রাজনীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব সন্তোষজনক। দারিদ্র্য বিমোচনেও বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’র প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।