ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
রূপগঞ্জে দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের আর্থিক সহায়তায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা মিলনায়তনে তাদের মধ্যে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।



সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরাজ হোসেন, এলজিইডির উপ পরিচালক ইসরাত হোসেন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, শিল্পী আক্তার প্রমুখ।

এসব দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্ম সংস্থানের জন্য ৩০ জন নারীকে তিন দিনব্যপী প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।