হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলির মাধবপাড়া গ্রামে জাকারিয়া হোসেন (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছে দুর্বৃত্তরা।
এতে তার বাম হাতের ৫ থেকে ৬ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগেরদিন রাতে জাকারিয়ার বড় ভাইয়ের স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা।
আহত জাকারিয়া হোসেন মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান তিনি। এ সময় অতর্কিতে বেড়ার পাশ থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, জাকারিয়ার প্রাথমিক চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর