ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গুলশানে কার দুর্ঘটনা

চালক-মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
চালক-মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল ফাইল ফটো

ঢাকা: গুলশানে ৭৪ নম্বর রোডে কার দুর্ঘটনার ঘটনায় গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।



আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
 
অনীক আর হক বলেন, ১২ অক্টোবর গুলশানে কার রেসিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। পত্র-পত্রিকায় এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু ঘটনার ৮ দিন পরেও পুলিশ মামলা করেনি। মোটরযান আইন অনুসারে ২১ দিনের মধ্যে মামলা  না করলে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তাই জনস্বার্থে সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট দুর্ঘটনার ঘটনায় গাড়ির চালক (ঢাকা মেট্রো ঘ ১১-৮৯৭৬) ও মালিকের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।
 
রুলে ওই দুর্ঘটনায় পুলিশের মামলা না করা কেন অবৈধ হবে না এবং দোষীদের কেন আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।
 
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ কমিশনার (তদন্ত) ও গুলশান খানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
রিট আবেদনে গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করা হয়। ওইসব প্রতিবেদনে বলা হয়, ১২ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার গুলশানের ৭৪নম্বর সড়কে দুই বন্ধুর কার রেসিং-এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশায় মায়ের কোলে থাকা আনুমানিক তিন-চার বছরের এক শিশু নিহত হয়।

অনীক আর হক বলেন, পত্রিকার প্রতিবেদনে দেখেছি গাড়ি চালকের আসনে ছিলেন সাবেক এমপি এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমান (১৬)। তবে পুলিশ গাড়িটিকে আটক করলেও মালিককে আটক করেনি।

রিটের বাদীরা হচ্ছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক, কে এইচ বাহার রুমী, মাহফুজ বিন ইউসুফ, শামীম আরা, নাজমুল খন্দকার নাজমুল আহসান ও এসএম আসলাম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।