ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মহাসড়কে থ্রি-হাইলার চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মহাসড়কে থ্রি-হাইলার চলাচল বন্ধের দাবিতে স্মারকলিপি

বরিশাল: সড়ক এবং মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি এবং মাহেন্দ্রাসহ সব  ধরনের থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ স্মারকলিপি পুলিশ সুপারের কার্যালয়ে ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন।



বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী খান স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ রয়েছে, হাইকোর্টের নির্দেশনা  ও সরকারের সিদ্ধান্ত থাকা স্বত্ত্বেও মহাসড়ক থেকে নসিমন, করিমন, ভটভটি এবং মাহেন্দ্রাসহ সব রকম থ্রি-হুইলার ও অবৈধ যান চলাচল মোটেই বন্ধ হচ্ছে না।

বরং আগের চেয়ে এখন আরোও বেশি এ যান চলাচল বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসনকে বারবার তাগিদ দেওয়া স্বত্ত্বেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বরং ইদানিং এসব অবৈধ যান চলাচলের কারণে যথাসময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেনা এমনকি নানা রকম অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটছে।

আগামী ২ সপ্তাহের মধ্যে সড়ক ও মহাসড়ক থেকে এই সব অবৈধযান চলাচল বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে স্মারকলিপিতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।