রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১টার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মজলিশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দির এলাকার বেলায়েত হোসেনের ছেলে মাহেন্দ্র চালক সাগর বিশ্বাসের (৩৫) নামপরিচয় জানা গেছে। অপরজনের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জান যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিরোজপুরের দিকে যাচ্ছিল। এসময় ফরিদপুর থেকে আসা একটি মাহেন্দ দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ওই অংশে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বাংলানিউজকে দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএইচ/এসআই