ধামরাই (ঢাকা): ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন র্যাব-৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে র্যাব-৪ এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সেলিম মাহমুদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল উপজেলার পৌরশহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখে পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
এসময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও কোনো সমস্যা হলে তা আইন-শৃংখলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন সেলিম মাহমুদ জাহাঙ্গীর।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মো. আবুসাইদ খান ও কোম্পানি কমান্ডার মেজর মো. মাসুদুর রহমানসহ অন্য কর্মকর্তারা।
এবার ধামরাই উপজেলায় মোট ১৮২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচএস/এএ