রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি বাগানে মাটি কাটার সময় রাইফেলের ৮৮৬ রাউন্ড গুলি পেয়েছে শ্রমিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে গুলিগুলো পাওয়া যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সকালে উদয়পুর গ্রামের ফেলু মোল্লা নামে এক ব্যক্তির মেহেগণি বাগানে মাটি কাটার সময় মাটির নিচে বড় দু’টি বাক্স পায় শ্রমিকরা। পরে ওই বাক্স খুলে ৮৮৬ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও ১১টি চার্জার পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি, ম্যাগজিন ও চার্জারগুলো উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই