ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কমরেড মেহেদীর নাগরিক শোকসভার জাতীয় কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
কমরেড মেহেদীর নাগরিক শোকসভার জাতীয় কমিটি

ঢাকা: নূরুল হক চৌধুরী কমরেড মেহেদীর নাগরিক শোকসভার জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হককে আহ্বায়ক, নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দীনকে সদস্য সচিব ও খাইরুল ইসলাম সুজনকে সহকারী সদস্য সচিব করা হয়।



বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ‘নাগরিক পরিষদের’ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ২৩/২ তোপখানা রোডের নির্মলসেন মিলনায়তনে কমিটি গঠন বিষয়ে প্রাকপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।

সভায় বাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বামমোর্চা, সাম্যবাদী দল (এম-এল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, ন্যাপ, ফরোয়ার্ড পার্টি, জনমুক্তি পার্টি, গণতান্ত্রিক কর্মী শিবির, গরিবী হটাও আন্দোলন, স্বাধীনতা পার্টি, স্বদেশ পার্টি, দুর্নীতি প্রতিরোধ আন্দোলন, সোনার বাংলা পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, সিএলএনবি, গণমুক্তি পার্টি, বাসদ মাহবুব, সমাজ চিন্তা ফোরাম, সংযুক্ত শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ফেডারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন, ভাড়াটিয়া পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ নুরুল হক চৌধুরী কমরেড মেহেদী (৮২) গত ১১ অক্টোবর দুপুরে বিএসএমএমইউ (আইপিজিএমআর) হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।