বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০অক্টোবর) দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে কলেজটির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনকালে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কলেজের প্রভাষক এনামুল হক রঞ্জু।
এ সময় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ আতাউল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল বারী, আবু তালেব বিএসসি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান দুলা, আহসান হাবিব সবুজ, রুহুল আমিন ফটু, আব্দুল মতিন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমবিএইচ/আরএম