লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী গ্রামে পুকুরের পানিতে ডুবে হাসান মাহমুদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তার চাচাতো ভাই আব্দুল আহাদ (৩)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বাংলানিউজকে জানান, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে ডুবে যায় হাসান ও আব্দুল আহাদ। টের পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী বাংলানিউজকে জানান, আব্দুল আহাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই