ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পারভেজ (৩০) নামে এক দোকান ম্যানেজার দেড় লাখ টাকা খুইয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ১০ নম্বর গোলচত্বরে সময় নিয়ন্ত্রণ বাসে এ ঘটনা ঘটে।
দোকান মালিক হাসান মাহমুদ বাংলানিউজকে বলেন, আমার মামা মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। সে জন্য দোকান ম্যানেজার পারভেজকে টাকা নিয়ে গুলিস্তানে আসতে বলেছিলাম। তিনি আরও বলেন, অজ্ঞান হওয়ার পর তার কাছে থাকা মোবাইল ফোনে এমন খবর পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, প্রায় একই সময় পৃথক ঘটনায় মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সড়কে সেফটি পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১ লাখ ৮০ হাজার টাকা হারিয়েছেন আরেক ব্যবসায়ী। তার নাম আবুল কালাম আজাদ (৫৬)।
তার ছেলে সাকিব আহমেদ বাংলানিউজকে জানান, ধানমন্ডিতে তার বাবার ক্যামিকেলের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের বাসা মিরপুরেই। ছোট বোনের বিশ্ববিদ্যালয়ে টাকা লাগবে বলে মিরপুর ১১’র ট্রাস্ট ব্যাংক থেকে ওই পরিমাণ টাকা উঠিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন বাবা। পথিমধ্যে তার অনেক ঘুম পায় এবং মাথা ঘোরায়। বাসায় ফোন দিয়ে তিনি এ কথা জানান। পরে তাকে কাজীপাড়ায় থাকা সেফটি বাস থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢামেকে আনা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ওই দুই ব্যক্তি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এজেডএস/জেডএফ/আইএ