ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ডাকাতের ছুরিকাঘাতে আ.লীগ নেতার মেয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ডাকাতের ছুরিকাঘাতে আ.লীগ নেতার মেয়ে জখম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাধা পেয়ে ‍তার মেয়েকে ছুরিকাঘাতে জখম করেছেন ডাকাতরা।

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাপ্পু সিদ্দিকীর বাড়িতে এ ঘটনা ঘটে।



বাপ্পু সিদ্দিকী বাংলানিউজকে জানান, গভীর রাতে ঘরের জানালার গ্রিল কেটে কয়েকজন ডাকাত দোতলার বিভিন্ন কক্ষে ঢুকে মালামাল না পেয়ে তছনছ চালান।

পরে তার মেয়ে দিমির (১৮) কক্ষে ঢুকে লুটপাটের সময় দিমি জেগে উঠে বাধা দিতে গেলে তার দুই কাঁধে ও মাথায় ছুরিকাঘাতে করেন ডাকাতরা। এ সময় দিমি ছুটে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে দিমিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় মধুপর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।