গাইবান্ধা: গাইবান্ধায় স্ত্রী শোভা রাণীর দায়ের করা যৌতুক মামলায় জেলাল মিয়া (৩৬) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল-২ (ফুলছড়ি) আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান এ রায় দেন।
জেলাল মিয়া গাইবান্ধা সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।
শোভার আইনজীবী জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, জেলার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের কাওছার আলীর মেয়ে শোভা রাণীর সঙ্গে ২০১২ সালে জেলালের বিয়ে হয়। বিয়ের পর জেলাল শোভার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে জেলাল শোভাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরে শোভা ২০১৪ সালে যৌতুক নিরোধ আইনে জেলাল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মামলার সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক বিচারক জেলাল মিয়াকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল-২ (ফুলছড়ি) আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত জেলাল বর্তমানে পলাতক রয়েছেন। তিনি যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে রায়ের মেয়াদ গণনা শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএ