ঢাকা: টেকনাফের ট্রানজিট ঘাট এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ মায়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করলেও আটককৃত ব্যক্তির নাম জানাতে পারেননি।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬ ভরি ১৪ আনা ৪ রতি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ ৬১ হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।
তিনি বাংলানিউজকে জানান, টেকনাফের ট্রানজিট ঘাট এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ মায়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
আটককৃত মায়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মোহসিন রেজা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এনএইচএফ/আরএম