সাতক্ষীরা: প্রাণনাশ ও অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা জজশিপের সাবেক সহকারী জজ (বর্তমান রাজশাহী জজশিপের সহকারী জজ) সুব্রত কুমার মল্লিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী দাবিদার চৈতালী মুখার্জি নামে এক সংগীত শিল্পী।
তবে চৈতালী মুখার্জিকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন অভিযুক্ত সুব্রত কুমার মল্লিক।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ওই জজের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিডি করেন চৈতালী মুখার্জি।
জিডি সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের লক্ষ্মীকান্ত মল্লিকের ছেলে সুব্রত কুমার মল্লিকের সঙ্গে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর সনাতন ধর্মমতে চৈতালী মুখার্জির বিয়ে হয়। কিন্তু গত প্রায় ৩ মাস ধরে অনৈতিক কর্মকাণ্ডে সম্মতি না দেওয়ায় চৈতালী মুখার্জিকে মোবাইল ফোনে তার জীবন থেকে সরে যেতে বলেন সুব্রত কুমার। অন্যথায় চৈতালী মুর্খাজি ও মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সুব্রত কুমার মল্লিক মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, তাকে ফাঁদে ফেলা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। চৈতালী তার স্ত্রী নন। তার স্ত্রী রয়েছেন।
এদিকে, সূত্র জানায়, সুব্রত কুমার মল্লিক চৈতালী মুখার্জির সঙ্গে মাঝে-মধ্যেই রাত্রিযাপন করতেন। গত ১৯ জানুয়ারি রাত পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ রোডের একটি বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। ওই ঘটনায় গত ১৮ অক্টোবর সাতক্ষীরা জেলা জজ আদালতের কনফারেন্স কক্ষে বিভাগীয় তদন্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর