বগুড়া: জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ায় গরিব-দুঃস্থদের মাঝে বস্ত্র ও পূজাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের চেলোপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার প্রায় ১ হাজার ২০ জন গরিব ব্যক্তিকে শাড়ি-কাপড়, নারকেল, চিনি ও দুধ বিতরণ করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও গরিব ব্যক্তিদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দুর্জয় ক্লাব পূজা মন্দির কমিটির সভাপতি পরিমল প্রসাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমবিএইচ/আরএম