ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
শেরপুরে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় কৃষি অধিফতরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুই হাজার ৫০ জন চাষীকে এসব সমাগ্রী বিতরণ করা হয়।


 
মঙ্গলবার (২০অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আহসান হাবীব আম্বীয়া, অ্যাডভোকেট তোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আকতার, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা মাসুদ আলম, আব্দুল খালেক প্রমুখ।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে জানান, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হাজার ৫০ জন চাষির মাঝে বিনামূল্যে গম, সরিষা, ভূট্টা, আলুর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।