নাটোর: মানববন্ধন, শোকসভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।
২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার রেজুর মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত এবং ৪৪ জন আহত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে দুর্ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম পৌর মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানবাধিকার সংগঠনের নেতা খাদেমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও নিরাপদ সড়কের জন্য ১৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।
পরে নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর