নীলফামারী: নীলফামারীতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে অভিযানের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক কৃষিবিদ গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আফতাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কেরামত আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী বক্তব্য রাখেন।
পরে ২০১৪ সালে ইঁদুর নিধন অভিযানে সাফল্য অর্জনকারী তিনজন কৃষক ও একজন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, জলঢাকা উপজেলার কৃষক আব্দুল জলিল, নীলফামারী সদর উপজেলার কৃষক পুরণ লাল রায় ও সাধন ব্যানার্জি এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান সরকার।
গত ২০১৪ সালে জেলায় মোট ৬৮ হাজার ৭৫১টি ইঁদুর নিধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর